দুমকিতে জাতীয় শোক দিবস পালন

পটুয়াখালীর দুমকিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে।
মঙ্গলবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, দেয়ালিকা প্রকাশ ও একটি শোক র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে কেন্দ্রীয় অডিটরিয়ামের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। সভায় বিভিন্ন অনুষদের, ডিন, প্রক্টর, শিক্ষক পরিষদ, কর্মকর্তা-কর্মচারি পরিষদ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।