পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  12:57 PM, 13 August 2023

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে আ. ছালাম হাওলাদার নামে এক ইজিবাইক চালকের মৃত্যু ঘটেছে। রোববার (১৩ আগস্ট) সকালে উপজেলার পশারি বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আ. ছালাম (৪০) উপজেলার পশারি বুনিয়া গ্রামের আলকাজ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বসতবাড়িতে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আ. ছালাম । এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

আপনার মতামত লিখুন :