বরিশালে সন্ত্রাসী জাকারিয়ার হামলায় সাংবাদিক লাঞ্ছিত!

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  04:38 PM, 12 August 2023

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ভাটিখানা জোড় মসজিদ এলাকায় দৈনিক সাহসী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নিয়াজ শেখকে লাঞ্চিত ও মারধর করার অভিযোগ উঠেছে  কথিত এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে। কথিত সেই সৌদি প্রবাসীর নাম জাকারিয়া সোহাগ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরী ভাটিখানা জোড় মসজিদের সামনে ঘটনাটি ঘটে।এবিষয় ভুক্তভোগী নিয়াজ কাউনিয়া থানায় একটি সাধারন ডায়রি করেন। আহতর পরিবার ও জিডি সূত্রে জানাযায়, এক সময় জাকারিয়া স্থানীয় রাজনীতির সাথে জড়িত ছিলো। পরবর্তীতে এলাকায় নানা অপরাধ মুলক কর্মকান্ড ও মাদকাসক্ত হয়ে পরলে তার পরিবারের পক্ষ থেকে তাকে জেল হেফাজতেও দেয়া হয়। এরপর তার উপর বিভিন্ন মহলের চাপ আসতে শুরু হলে তিনি হটাত করেই এলাকা থেকে উধাও হয়ে যায় এবং কিছু দিন পর দেশ ত্যাগ করে সৌদিতে পাড়ি জমায়। এবিষয় ভুক্তভোগী নিয়াজ বলেন, জাকারিয়া ও আমি পূর্ব পরিচিত। একসময় আমরা একত্রে বরিশাল মহানগর ছাএলীগ এর রাজনীতির করতাম। পরবর্তীতে আমি সাংবাদিকতা পেশায় এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক,৭নং ওর্য়াডের কাউন্সিলর এ্যাড : রফিকুল ইসলাম সাথে এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে সময় দিয়ে আসছি। তিনি আরো  বলেন,গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৪টা এবং ৪টা দশ মিনিটের সময় জাকারিয়া ফোন দেয়।এসময় আমার বাচ্চা পাশে ঘুমানোর কারনে ফোন না ধরে কেটে দেই। পরবর্তীতে সে আবারো ফোন দেয় এবং তখন বাধ্য হয়ে ফোন কেটে দিয়ে সাইলেন করে রাখি।এদিকে বৃহস্পতিবার জোড় মসজিদের সামনে থেকে যাওয়ার পথে জাকারিয়ার সাথে দেখা হয় এবং তাকে বলি একটা সুস্থ লোক কি রাত্র চারটার সময় কাউকে ফোন দেয় এ কথা বলায় জাকারিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক কথায় দুই কথায় জাকারিয়া বলে, তুই আমার ফোন এবং আমার ফ্যামিলির লোকের ফোন রাত্র তিনটার সময় ট্রাকিং করো তার প্রমান আছে আমার কাছে,একথা বলেই আমার উপর অতর্কিত হামলা চালায় জাকারিয়া।এসময় আমার বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন জায়গা কিল ঘুসি দিয়ে আমাকে আহত করে। এক পর্যায়ে স্থানীয়রা আমার ডাক-চিৎকার শুনে আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এঘটনার পরেই আহত
নিয়াজ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম পিপিএমকে অবগত করেন। এবিষয় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, জোড় মসজিদের মারামারির ঘটনায় থানায় একটি সাধারন ডায়রি নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :