ভান্ডারিয়ায় ছেলেকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  03:36 PM, 10 August 2023

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে বুধবার সন্ধ্যায় বিষপানে ৮ বছরের ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। মা–ছেলে হলো– গোলবুনিয়া গ্রামের মো. রুবেল হাওলাদারের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তার ছেলে হৃদয় (৮)।

প্রতিবেশীদের ভাষ্য, রোজিনার সঙ্গে তাঁর স্বামীর বনিবোনা না হওয়ায় প্রায়ই উভয়ের মধ্যে ঝগড়া হত। এ কারণে বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যায় প্রথমে তাঁর শিশু ছেলেকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান এবং পরে তিনিও বিষপান করেন। এতে শিশুটি আর্তচিৎকার করলে প্রতিবেশীরা মা–ছেলেকে উদ্ধার করে পাশের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশু হৃদয় মারা যায়। পরে রোজিনা বেগমের অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুর রহমান সাগর জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোজিনা বেগমকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল মো. সাখাওয়াত হোসেন জানান, রোজিনা বেগম ও শিশু ছেলে হৃদয়ের বিষপানে মৃত্যুর পরে ঘটনাস্থলে যান তিনি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :