বরিশাল বিভাগের ২১ আসনে মনোনয়নযুদ্ধে ২৬১ নেতা

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  02:30 PM, 10 August 2023

ফজলুল হক, আবদুল আজীজ (দশমিনা উপজেলা চেয়ারম্যান), ইকবাল মাহমুদ লিটন, জাওয়াদ সুজন (সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীরের ছেলে), কামরান সাঈদ প্রিন্স মহব্বত ও মাহবুবুল বাবু চৌধুরী; বিএনপির হাসান মামুন, গোলাম মাওলা রনি (সাবেক এমপি), শিবলু খান (সাবেক এমপি শাহজাহান খানের ছেলে), আলতাফ খান ও গোলাম মোস্তফা; গণঅধিকার পরিষদের নুরুল হক নুর (ডাকসুর সাবেক ভিপি)।

পটুয়াখালী-৪ আসনে (কলাপাড়া-রাঙ্গাবালী) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের মহিব্বুর রহমান মুহিব (বর্তমান এমপি), মাহবুবুর রহমান তালুকদার, হাবিবুর রহমান, ড. শামিম আল সাইফুল সোহাগ, আবদুল্লাহ আল ইসলাম লিটন, ব্যারিস্টার জুনায়েত হাসিব ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন; বিএনপির এবিএম মোশাররফ হোসেন ও আলহাজ মনিরুজ্জামান মনির।

আপনার মতামত লিখুন :