মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পিরোজপুরে বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিপন বেপারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ডেপসা বুনিয়াগ্রামে এ ঘটনা ঘটেছে। রিপন বেপারী ওই গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে।
স্বজনেরা জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের কচা নদীতে বিকেল ৫টার দিকে মাছ ধরতে গিয়েছিল রিপন বেপারী। জাল ফেলার আগেই বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হালিমা ফারিহা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোগীকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে পোনে ৮টার দিকে মৃত ঘোষণা করি। পরীক্ষার সময় তার দুই পা ও বুকের উপরে তিনটা বান ছিল এতে প্রাথমিকভাবে বজ্রপাতে মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করা হয়।
ইউপি সদস্য নাসির উদ্দিন সেন্টু বলেন, রিপন ব্যাপারী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে রিপন ব্যাপারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল এবং ওই যুবকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ বা সমস্যা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।