ভারী বৃষ্টিপাতে কাউখালীতে জনজীবন বিপর্যস্ত

পিরোজপুর কাউখালীতে চারদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে পানিতে ভাসছে পিরোজপুরের কাউখালী। ভারী বর্ষণের ফলে শহরের বেশিরভাগ এলাকা ডুবে জনজীবন অচল হয়ে পড়ছে। পানিতে মাটি নরম হওয়ায় কয়েকশ গাছপালা উপড়ে পড়ছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুম শুরুর পর দেড় মাসে তেমন বৃষ্টিপাত হয়নি। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রোববার (৬ আগস্ট) রাত থেকে সোমবার পর্যন্ত। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। শহরের সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ডুবে যাওয়া যান চলাচল করতে পারছে না।
পাঁচ ইউনিয়নের প্রায় ৩০ গ্রামের মানুষ অনেকটা ঘরবন্দী। ভারী বর্ষণের কারণে অনেকের পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে মাটি নরম হওয়ায় গাছপালা উপড়ে পড়ছে। এ ছাড়াও বৃষ্টির পানি জমে আউশ ধানের ক্ষতি হয়েছে।
এদিকে কাউখালী-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে কাঠালিয়া স্থানে গাছ উপড়ে সড়কের মধ্যে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে গাছ অপসারন করলে যান চলাচল স্বাভাবিক হয়।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু জানান,ভারী বর্ষনে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামীণ রাস্তা ও গাছপালার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় জনপ্রতিনিরা কাজ করছে।