বরিশালের চোরাইকৃত ল্যাপটট উদ্ধার,চোর গ্রেফতার

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  08:57 PM, 07 August 2023

বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া নয়টি ল্যাপটপ উদ্ধার এবং চোরচক্রের তিন সদস্যকে প্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনভর গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার কাসেমাবাদ গ্রামের আলাউদ্দিন বয়াতীর ছেলে সিয়াম আহম্মেদ (২০), দক্ষিণ বিজয়পুর গ্রামের নাছির শরীফের ছেলে রেজাউল শরীফ ও কলাবাড়িয়া গ্রামের মৃত টমাস রায়ের ছেলে পার্থ রায়।

সোমবার সকালে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ৩ আগষ্ট দিবাগত রাতে কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে নয়টি ল্যাপটপ চুরির ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোঃ কামেল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :