বরিশাল মহানগর শ্রমিক দলের ৪টি ওয়ার্ড আহবায়ক কমিটি ঘোষনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে শেখ হাসিনার পদত্যাগের এক দফা এক দাবীর আন্দোলনকে তরান্বিত ও বেগবান করার লক্ষে বিএনপির সহযোগী সংগঠন বরিশাল মহানগর জাতীয়তাবাদি শ্রমিকদলের দ্রুত ওয়ার্ড কমিটির কাজ সম্পূর্ণ করার অংশ হিসেবে রবিবার রাতে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে নগরীর ৪টি ওয়ার্ড শ্রমিকদলের অঅহবায়ক কমিটি ঘোষনা করেন মহানগর শ্রমিকদল নেতৃবৃন্দ।
মহানগর শ্রমিকদল সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার শাহাজাদার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিল যুগ্ম আহবায়ক মোতালেব মৃধা,সুলতান শরীফ ও ফিরোজ আল আমিন পিয়া। এসম সিনিয়র সদস্য আলতাফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত নগরীর ৪টি ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
ঘোষিত কমিটিগুলো হচ্ছে নগরীর ৮ নং ওয়ার্ডে মোং নয়ন ফকিরকে আহবায়ক, মোং জুয়েল মৃধা সিঃ যুগ্ম আহবায়ক ও মোঃ হোসেন হাওলাদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন মহানগর শ্রমিকদল আহবায়ক কমিটির আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম।
রাতে একই সময় নগরীর ১৩ নং ওয়ার্ড শ্রমিক দলের মোঃ কুদ্দুসকে আহবায়ক, আব্দুর রাজ্জাক খান সিঃ যুগ্ম আহবায়ক ও আব্দুস ছালাম হাওলাদারকে সদস্য সচিব করে কমিটি দেওয়া হয়।
এছাড়া ১৯ নং ওয়ার্ড শ্রমিকদলের খোকন চন্দ্র রায়কে আহবায়ক,মোঃ হাফি হাওলাদার সিঃ যুগ্ম আহবায়ক ও আব্দুর রহমান মুান্সকে সদস্য সচিব করা হয়।
নগরীর ২৮ নং ওয়ার্ড কমিটিতে মোঃ সুলতান শরীফকে আহবায়ক,তোফাজ্জল হোসেন মোহন সিঃ যুগ্ম আহবায়ক ও মোঃ বাবুল সরদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যদের উপস্থিতিতে নব ওয়ার্ড আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
একই সময়ে নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের আগামী এক দফা সরকার বিরোধী আন্দোলন- সংগ্রামে সকলকে মাঠে কাজ করার আহবান জানান।