চরফ্যাশনে ট্রলার দূর্ঘটনায় আহত জেলের মৃত্যু

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  06:07 PM, 31 July 2023
মৃত্যু

চরফ্যাশনের চর নিজামের সাগর মোহনায় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবিতে আহত আলমিগর হোসেন নামের এক জেলে মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টায় ঢালচর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর নিজাম থেকে চরফ্যাশন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। নিহত জেলে চর নিজারের মানির মাঝির ট্রলারের জেলে ছিলেন এবং ওই গ্রামের আবদুল বারেকের ছেলে।

ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, চর নিজামের মনির মাঝির ট্রলারটি ৯ মাঝি মাল্লা নিয়ে শনিবার রাতে চর নিজাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিনের সাগর মোহনায় মাছ শিকারে যান। ওই সময় তীব্র ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে ট্রলারটি ডুবে গেলে অপর ট্রলারের মাঝি- মাল্লারা ৯ জেলেসহ ট্রলারটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে আলমগির মাঝি নামের এক জেলের মাথায় ও নাকে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় ভাবে আহত জেলের চিকিৎসা চলছিলো। রোববার রাত সাড়ে ১১ টার সময় আহত জেলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ট্রলার যোগে চরফ্যাশন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত জেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :