মামাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেফতার
ঝালকাঠির নলছিটিতে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো. রাব্বি মোল্লা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার সকালে আসামিকে নলছিটিতে নিয়ে আসে পুলিশ।
রাব্বি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মো. আনোয়ার মোল্লার ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষক রাব্বি সম্পর্কে ধর্ষিতার ফুফাতো ভাই হন। আত্মীয়তার সুবাদে রাব্বি প্রায়ই মামার বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে মামাতো বোনের সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৬ জুলাই রাতে রাব্বি প্রেমিকার বাড়ির রান্নাঘরে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে রাব্বি তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে গত ২৫ জুলাই নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা করেন।
মামলা হওয়ার পর থেকেই রাব্বি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টিম তাকে চট্টগ্রামের জোরানগঞ্জ থেকে আটক করে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী জানান, রাব্বি মোল্লার বিরুদ্ধে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। শনিবার চট্টগ্রাম থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।