সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবী, বিসিসির কর্মকর্তা গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  05:38 PM, 23 July 2023

বরিশাল সিটি করপোরেশন এর পানি শাখার কর্মকর্তা মো : গিয়াসউদ্দিন এর বিরুদ্ধে চাঁদাবাজী ও প্রতারণা মামলা দিয়েছেন বিদেশ ফেরত এক ব্যাবসায়ী। মামলা সুত্রে জানা গেছে বাদী এয়ারপোর্ট থানাধীন ডেফুলিয়া ২৭নং ওয়ার্ড, এলাকার স্থানীয় মো: আবুল কাশেম হাওলাদারের পুত্র বিদেশ ফেরত ব্যাবসায়ী মো: মনিরুজ্জামান মনির বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে হাজির হইয়া গত ৬ মার্চ সিআর মামলা নং- ১৭৯/২৩,এয়ারপোর্ট থানা। এমপি ৪৪/২৩, মকদ্দমাটি দায়ের করেন।

মামলার বাদী নথিতে উল্লেখ করেন আসামি বরিশাল সিটি করপোরেশন এর পানি শাখার কর্মরত মো : গিয়াসউদ্দিন ও আশিকুজ্জামান নামে তার এক সহযোগীকে নিয়ে ওই ব্যাবসায়ীর বাড়ি নির্মাণে বাধা দেয় এবং মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক পরিচয় দিয়ে ৫০,০০০/ হাজার টাকা চাঁদা দাবি করে তাদের সাথে দেখা করার কথা বলে।

ব্যাবসায়ী মো: মনিরুজ্জামান মনির তাদের দাবি কৃত টাকা দিতে অস্বীকার করলে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং হুমকি দেয় আসামি গিয়াসউদ্দিন ও আশিকুজ্জামান।

মামলার বাদী মো: মনিরুজ্জামান মনির এদিকে বরিশাল প্রেসক্লাবে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই নামে কোনো সাংবাদিক নাই, পরে খোজ নিয়ে দেখেন তিনি মানে আসামি মো: গিয়াসউদ্দিন বরিশাল সিটি করপোরেশন এর পানি শাখার কর্মরত আছেন।
এঘটনায় র্যাব -৮, থানা ও জনপ্রতিনিধি লিখিত অভিযোগ সহ স্থানীয় মুরুব্বিদের নিয়ে সমাধানের চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন বাদী মো: মনিরুজ্জামান মনির।

কাউকে তোয়াক্কা করেন না আসামি মো : গিয়াসউদ্দিন। বাদী কোনো উপায় না পেয়ে আদালতের হাজির হন। এদিকে মামলায় ৩৮৫,৩৮৭,১৯০ ধারার অভিযোগে অভিযুক্ত হইয়াছে, সেহূত আসামি কে আগামী ২৪ জুলাই স্ব শরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।

আপনার মতামত লিখুন :