দেশবাসীকে টাইগারদের ঈদের শুভেচ্ছা

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  02:54 PM, 29 June 2023

তারকা পেসার তাসকিন আহমেদের বার্তা, এ পবিত্র ঈদ-উল-আযহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক।

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ঈদ-উল-আযহার পবিত্র দিনে আমরা যেন আমাদের সকল ত্রুটি-বিচ্যুতি ত্যাগ করি এবং হজরত ইব্রাহিম (আঃ) এর ত্যাগের চেতনা মনে রাখি। সবার পরিবারের সাথে আনন্দময় ও সুন্দর ঈদ কাটুক।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফেসবুক পোস্ট, এই পবিত্র দিনে আপনার প্রার্থনা এবং ত্যাগ পুরস্কৃত হোক। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক। হোম টাউন খুলনা থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাহানারা আলমও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকেও জানানো হয়েছে ঈদের শুভেচ্ছা।

এদিকে বাংলাদেশ সিরিজের প্রস্তুতির মাঝে ঈদ উদযাপন করেছেন আফগানরাও। আবুধাবিতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন রশিদ-মুজিবরা।

আপনার মতামত লিখুন :