পর্তুগালে বৃহত্তর বরিশাল কমিউনিটির আনন্দ ভ্রমণ
দেশীয় সংস্কৃতির চর্চা ও পারস্পরিক সম্প্রীতির লক্ষ্য নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে আনন্দ ভ্রমণ করেছে আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর বরিশাল কমিউনিটি অব পর্তুগাল’।
রোববার (১১ জুন) শহরের আলতো দ্য সেরাফিনা রিক্রিয়েশনাল পার্কে আয়োজন করা হয় এ আনন্দ ভ্রমণের।
বরিশাল বিভাগের সব জেলার প্রবাসীদের অংশগ্রহণে দিনব্যাপী ছিল নানা আয়োজন।
এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে ওঠে আলতো দ্য সেরাফিনা পার্ক। মধ্যাহ্নভোজের পর ফুটবল খেলা, হাড়ি ভাঙা, বালিশ খেলা এবং শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং লটারির কুপনের র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে বিজয়ীদের পুরষ্কার হাতে তুলে দেয়ার মাধ্যমে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
আনন্দ ভ্রমণের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন- বরিশাল কমিউনিটির প্রধান উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, সংগঠনের সভাপতি শাহীন সাঈদ, সাধারণ সম্পাদক এম কে নাসির, সহ-সভাপতি আবদুস সালাম, সহ-সভাপতি ফরিদুল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা এবং ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক স্বপ্নীল নিশান, সদস্য রাহাত হাসান, এম কে নাসির প্রমুখ।