বরিশালে এবার শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  06:29 PM, 16 May 2023

প্রায় দুইবছর আগে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর সমর্থকরা নগরীর রূপাতলী বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করে টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলো। সেই দখল করা কার্যালয় থেকে এবার সাদিকপন্থিদের হটিয়ে দখল করে নিয়েছে সাদিক বিরোধী শ্রমিক নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নেতৃত্বে সোমবার রাতে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের তালা ভেঙে দখল করে নেওয়া হয়। সূত্রমতে, এবার দখল করে নেওয়া আরিফুর রহমান ও তার সহযোগিরা স্থানীয় সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সমর্থক।

এরআগে সাদিকপন্থিরা টার্মিনালের নিয়ন্ত্রণ নেওয়ার পর যেসব শ্রমিকদের কর্মহীন করে রেখেছিল, সেইসব সাদিক বিরোধী শ্রমিকরা এবারের দখলের সাথে যোগ দিয়েছেন। অফিস দখল করার কথা স্বীকার করে আরিফুর রহমান বলেন, দীর্ঘদিন অফিসটি তালাবদ্ধ ছিলো। সেটি সাধারণ শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

অপরদিকে সাদিকপন্থী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, কমিটি নিয়ে মামলা থাকায় অফিসের ব্যাপারে উচ্চ আদালতের স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ উপেক্ষা করে তাদের অফিস দখল করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রূপাতলী বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন অফিস দখলের বিষয়ের এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :