ঈদযাত্রায় বরিশালের ১২ লঞ্চযাত্রী অজ্ঞান পার্টির খপ্পড়ে

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  01:46 AM, 10 July 2022

নিজস্ব প্রতিবেদকঃ স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে ঢাকা থেকে নৌপথে বরিশাল আসার সময় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন চার লঞ্চের ১২ যাত্রী।
তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহমান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর‌্যন্ত ঢাকা থেকে বরিশালে লঞ্চে আসা ১২ যাত্রী অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তারা হলেন- রাজিব হাওলাদার, গোপাল, রশিদ, মিলন, নাইম, সুমন, দেবাশিস, শরিফুল, আল-আমিন, শুভ, সুমন ও জসিম।

এদের মধ্যে পারাবাত-৯ লঞ্চ থেকে সাত জন, অ্যাডভেঞ্চার-৩ থেকে দুই জন, সুন্দরবন লঞ্চ থেকে দুই জন ও পূবালী থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

আব্দুর রহমান আরো জানান, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে চেতনানাশক দ্রব্য মেশানো খাবার খাইয়ে তাদের অজ্ঞান করে। পরে সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। লঞ্চযাত্রীরা পুরোপুরি সুস্থ না হওয়ায় কী পরিমাণ মালামাল খোয়া গেছে এবং তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হচ্ছে না।

এসআই আরো জানান, অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া এসব যাত্রীদের লঞ্চ কর্তৃপক্ষ, পুলিশ ও বিআইডব্লিউটিএ-এর লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা নীলিমা রায় জানান, পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে ভর্তি হওয়া লঞ্চযাত্রীরা শঙ্কামুক্ত আছেন।

আপনার মতামত লিখুন :