বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেলেন সরকারী আর্থিক সাহায্য

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:00 AM, 08 July 2022

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুরে ভস্মিভূত হওয়া মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের মাধ্যমে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ফুল্লশ্রী গ্রামের কাশেম ফকির ও তার ভারাটিয়া রানাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ মে রাতে উপজেলার ফুল্লশ্রী গ্রামের কাশেম ফকিরের বাড়ির ভারাটিয়া রানার টিনশেড বসত ঘরে রাতে আগুন লেগে বসত ঘরের মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়।

আপনার মতামত লিখুন :