সাংবাদিকের ওপর হামলাকারীদের পুলিশ হেফাজতে ক্যামেরা ভাঙার চেষ্টা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:28 AM, 08 June 2022

নিজস্ব প্রতিবেদক: সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর হামলা এবং অপহরণ চেষ্টার ঘটনায় জড়িত গ্রেফতারকৃত তিন আসামিকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পরে আদালত থেকে বেরকরে নিয়ে যাওয়ার সময় প্রকাশ্যেই সাংবাদিকদের পুনরায় হুমকি দেয় তিন আসামি। তারা জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন। এসময় তারা সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা ও ক্যামরা ভাঙচুরের চেষ্টা করে মামলার আসামি মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুল মোমেন ওরফে কোটন।

এর আগে মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃত তিন আসামিকে হাজির করে পুলিশ। আসামিরা হলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুল মোমেন ওরফে কোটন, নগরীর কাউনিয়া এলাকার মামুন সিকদার ওরফে ছিড়া মামুন এবং নথুল্লাবাদ এলাকার মাহমুদ ওরফে রিয়াজ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাছুম বিল্লাহ একদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সময় টেলিভিশন বরিশাল অফিসের ক্যামেরা পার্সন সুমন হাসান বলেন, আদালত থেকে গারদে দেওয়ার সময় আসামি ছিডা মামুন অনবরত হুমকি দিতে থাকে আমাদের। এরপর পুলিশ হেফাজতেই আরেক আসামি কোটন আমার ক্যামেরা ভাঙার চেষ্টা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বলছেন, সাংবাদিক অপূর্ব অপুর ওপর হামলা ও অপহরণ চেষ্টা একটি আলোচিত ঘটনা। বরিশালের সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিকসহ সব মহল এই সুষ্ঠ বিচার দাবি করেছেন। অপহরণ চেষ্টাকারী জেহাদ ও নূরে আলমকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৯ মে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো অফিসে যাবার পথে হামলা ও অপহরণ চেষ্টার শিকার হন সাংবাদিক অপূর্ব অপু। সিসিটিভি ফুটেজ দেখে ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে হাবিবুর রহমান ওরফে ট্যারা হাবিব আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

আপনার মতামত লিখুন :