বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উৎসবমুখর জনপ্রিয় খবরের কাগজ দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
যায়যায়দিন পত্রিকাটির বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসন এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন ও সহ সভাপতি সাইফুল রহিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহম্মেদ আজাদ, যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না,
উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সুরুজ সিকদার, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, অমৃত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, বাবুগঞ্জ থানার এসআই লোকমান, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, বাবুগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন খোকা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক এইচ এম হেলাল, সাব্বির খান, রুবেল সরদার, আল আমিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।